প্রচ্ছদ > খেলা > ফুটবল

বর্ষবরণের শোভাযাত্রায় নারী ফুটবলাররা

article-img

আজ পহেলা বৈশাখ ১৪৩২। নতুন বছরকে বরণ করে নিতে তাই পুরো বাংলাদেশে আজ সাজ সাজ রব। বছরের প্রথম দিনকে বরণ করে নিতে আনন্দ শোভাযাত্রা অংশ নিয়েছে নানা শ্রেণির ও পেশাজীবীর মানুষ।

 

বাদ যাননি বাংলাদেশ নারী ফুটবল দলের খেলোয়াড়রাও।

 

বর্ষবরণের শোভাযাত্রা অংশ নিয়েছেন অধিনায়ক আফঈদা খন্দকার, শাহেদা আক্তার রিপাসহ বাফুফের ক্যাম্পে থাকা জাতীয় দলের অনেক ফুটবলার। এ সময় স্মৃতি হিসেবে ধরে রাখতে মুহূর্তটা মুঠোফোনের ক্যামেরায় বন্দি করেন নারী ফুটবলাররা।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা থেকে হাজারো মানুষের অংশগ্রহণে বের হওয়া বর্ষবরণের শোভাযাত্রার অংশ নেওয়া খেলোয়াড়দের সঙ্গে নববর্ষের শুভেচ্ছা বিনিময় করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। সংস্কৃতি মন্ত্রণালয় থেকেই এ বছর টানা দুইবারের সাফ চ্যাম্পিয়নদের একুশে পদক দেওয়া হয়েছে।